গাজা যুদ্ধ: ইইউ-এর ভূমিকা প্রকাশ্যে, দায়িত্ববিমুখতার নতুন অজুহাত উঠে আসছে
পারিশ্রমিক না পেয়ে চটেছেন প্রিয়াঙ্কা
ভারতের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রায় ১১,৫০০ কোটি রুপি প্রতারণার অভিযোগ উঠেছে। এ অভিযোগ উঠেছে ধনকুবের নীরব মোদির বিরুদ্ধে। আর মোদির উপরেই বেজায় চটেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে, ধনকুবের মোদির গহনার কোম্পানির একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডের কাজ নিয়ে ব্যস্ত থাকা সত্ত্বেও বিজ্ঞাপনটির কাজটি করেছিলেন তিনি। এ বিজ্ঞাপনে তার সঙ্গে জুটি বেঁধেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। ভারতীয় ও বিদেশি চ্যানেলে ইতোমধ্যে বিজ্ঞাপনচিত্রটি প্রচারিতও হয়েছে। অথচ এতদিনেও নিজের পারিশ্রমিক পাননি এই নায়িকা। এই পারিশ্রমিক দেওয়ার কথা ছিল হীরে ব্যবসায়ী নীরবের।
পিএনবি দুর্নীতি ফাঁসের পর নাকি নড়েচড়ে বসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ব্যবসায়ী সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিতে পারেন বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
এলএবাংলাটাইমস/ই/এলআরটি
News Desk
শেয়ার করুন