১৫ মিনিটের জন্য ৫ কোটি চাইলেন রণবীর!
‘পদ্মাবত’-এ পারিশ্রমিক নিয়েছিলেন আট কোটি টাকা। সে ছবিতে তার অভিনয়েরও প্রশংসা করেছেন গুণীজন। তিনি রণবীর সিং। সোমবার এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।
‘পদ্মাবত’-এর পর এক লাফে ছবি পিছু পারিশ্রমিক বাড়িয়ে ১৩ কোটি টাকা করেছিলেন রণবীর। তবে এবার তার পারিশ্রমিকের পরিমাণ ছাপিয়ে গেল বহু রেকর্ড।
শোনা যাচ্ছে, ১৫ মিনিটের জন্য পাঁচ কোটি টাকা পারিশ্রমিক নেবেন রণবীর। কিন্তু, কী কাজের জন্য এই টাকা ধার্য করেছেন অভিনেতা?
আসন্ন আইপিএলে ১৫ মিনিট পারফর্মেন্সের জন্য পাঁচ কোটি টাকা চেয়েছেন রণবীর! হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, আইপিএল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রণবীর মাত্র ১৫ মিনিট পা নাচাতে রাজি হয়েছেন। আয়োজকরা যেহেতু প্রথম থেকেই যে কোনও মূল্যে তাকে দিয়ে পারফর্ম করাতে চাইছিলেন, তাই এই পরিমাণ পারিশ্রমিক দাবি করেছেন রণবীর।
পারফর্মার হিসেবে রণবীরের সুনাম রয়েছে ইন্ডাস্ট্রিতে। তার হাতে রয়েছে ‘সিম্বা’, ‘গুল্লি বয়’-এর মতো একাধিক ছবি। কিন্তু তা বলে ১৫ মিনিটে পাঁচ কোটি টাকা পারিশ্রমিক! স্বভাবতই গুঞ্জন শুরু হয়েছে বলিউডে।
News Desk
শেয়ার করুন