আপডেট :

        পোস্টে রিঅ্যাক্ট দেওয়ায় চাকরিচ্যুত প্রধান শিক্ষিকা

        খুলনা মেডিকেল কলেজ প্রকল্প থেকে ‘শেখ হাসিনা’ নামটি বাদ দেওয়ার নির্দেশনা

        চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নারী শ্রমিকদের জীবন যেভাবে চলছে

        প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ চাকরিপ্রত্যাশী।

        শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীর পক্ষে বিজয় মিছিল

        যে যানবাহনে চলাচলে ক্যানসারের ঝুঁকি রয়েছে

        যে যানবাহনে চলাচলে ক্যানসারের ঝুঁকি রয়েছে

        দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস

        লালমনিরহাট থেকে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধার

        স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন সঞ্চয়ের পরিমান বাড়ানোর নির্দেশ

        সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৪০৯ জন হজযাত্রী জেদ্দার উদ্দেশে

        ইউরোপের ১২ দেশে শিক্ষার্থীদের যুদ্ধবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ৩০০

        অবমাননাকর আচরণ ট্রাম্পের, সতর্ক করেন বিচারক

        উত্তর কোরিয়া ও ইরানের মধ্যে কি জোট হচ্ছে?

        কাউনিয়া উপজেলায় আনোয়ারুল ইসলাম মায়া এবং পীরগাছায় আব্দুল্লাহ আল মিলন নির্বাচিত

        চিকিৎসা বিজ্ঞানে সাফল্য অর্জনে রোবটিক আর্ম বা মানব দেহে সংযোজনের জন্য কৃত্রিম হাত

        বাংলা সাহিত্য জগতের চর্তুপাশেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিচরণ করেছেন

        প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক

        মধ্যপ্রাচ্যে সংঘাত হলে তার প্রভাব বাংলাদেশে পড়বে বলে প্রধানমন্ত্রী আশঙ্কা

        তথ্য অধিকার আইনের আওতায় গণমাধ্যমের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত প্রসঙ্গে

উটাহ অঙ্গরাজ্যের স্টকটনের সড়কে লাখ লাখ ব্যাঙ

উটাহ অঙ্গরাজ্যের স্টকটনের সড়কে লাখ লাখ ব্যাঙ

ছবি: এলএবাংলাটাইমস

উটাহ অঙ্গরাজ্যের স্টকটনের একটি সড়কে সম্প্রতি একটি বিরল দৃশ্য দেখা গেছে। অনেকটা জায়গাজুড়ে লাখ লাখ ছোট ব্যাঙ লাফিয়ে লাফিয়ে সড়কটি পার হচ্ছিল।

মার্কিন গণমাধ্যম সিএনবিসি-সংশ্লিষ্ট কেএসএল টিভির তথ্যমতে, এত বিপুলসংখ্যক ব্যাঙের এভাবে সড়ক পার হওয়ার এই ঘটনা দেখে প্রত্যক্ষদর্শীসহ জীববিজ্ঞানীরা বিস্মিত।

ঘটনাটির এক প্রত্যক্ষদর্শী মেরি হুলেট কেএসএল টিভিকে বলেন, ১৯ জুলাই তিনি গাড়ি চালিয়ে বিমানবন্দর থেকে তাঁর বাড়িতে ফিরছিলেন। সিলভার অ্যাভিনিউয়ের ‘এস কার্ভস’ নামে পরিচিত এলাকায় এসে তিনি লাখো ব্যাঙের এই সড়ক পার হওয়ার দৃশ্য দেখতে পান।

মেরি হুলেট বলেন, তিনি শুরুতে সড়কে তাঁর সামনে থাকা গাড়িগুলো থেমে থাকতে দেখেন। পরে বিপুলসংখ্যক ছোট ব্যাঙের সড়ক পার হওয়ার দৃশ্য দেখেন। এই দৃশ্য দেখে তাঁর মনে হয়েছিল, তিনি যেন একটা চলন্ত রাস্তা দেখতে পাচ্ছেন।

মেরি হুলেট প্রথমে ভেবেছিলেন, তিনি ক্লান্ত বলে হয়তো ভুল কিছু দেখছেন। পরে ভালো করে তাকিয়ে দেখেন, ভুল নয়, সত্যিই এগুলো ব্যাঙ। লাখ লাখ ব্যাঙ দল বেঁধে লাফিয়ে লাফিয়ে সড়ক পার হচ্ছে।

ব্যাঙগুলো এক মাইলের বেশি দীর্ঘ সড়কজুড়ে ছড়িয়ে ছিল। কেএসএল টিভিকে মেরি হুলেট বলেন, লাখো ব্যাঙের সড়ক পার হওয়ার এই দৃশ্য দেখে তিনি মনে মনে বলছিলেন, এখানে হচ্ছেটা কী?

স্থানীয় বন্য প্রাণী বিভাগের কর্মকর্তা ক্রিস ক্রকেটের ভাষ্য, ছোট ব্যাঙগুলো সম্ভবত স্থানীয় শুকনো রাশ হ্রদের চারপাশে জন্ম নিয়েছে। তারা এখন বসবাসের এলাকা ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। তারা জন্মস্থান ছেড়ে আশপাশের পাহাড়ে স্থানান্তরিত হওয়ার জন্য এই সময়কে উপযুক্ত মনে করেছে।

তবে এই গণস্থানান্তর অনেক ব্যাঙের জন্য বিপদ হয়ে এসেছে। কারণ, সড়ক পার হওয়ার সময় অনেক ব্যাঙের ওপর দিয়ে গাড়ি চলে গেছে। স্থানীয় কিছু লোকজন বলেন, তাঁরা এই ব্যাঙের পালকে বাঁচাতে সড়ক দিয়ে চলাচল করা গাড়িগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত