আটককেন্দ্রে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, চলতি বছরে আইসিই হেফাজতে ১৪তম প্রাণহানি
ভিনগ্রহে কি সত্যিই কোনো প্রাণী বাস করে
ছবি: এলএবাংলাটাইমস
বিজ্ঞানীদের তথ্যমতে, স্পেস টেলিস্কোপের মাধ্যমে বিভিন্ন গ্রহের সৌরশক্তি শনাক্ত করা কঠিন। কোনো নির্দিষ্ট গ্রহের মোট পৃষ্ঠের ২৩ শতাংশ সৌর প্যানেলে আচ্ছাদিত থাকলেই তখন তা টেলিস্কোপে বোঝা যায়। টেলিস্কোপের এই দৃশ্যধারণে কয়েক শ বছর লেগে যাবে। নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের গবেষক রবি কোপ্পারাপু বলেন, অন্য কোনো গ্রহে প্রাণীর সভ্যতা থাকলে তা ছায়াপথ বা গ্যালাক্সির মধ্যে না–ও দেখা যেতে পারে। যদি থাকে, তবে হয়তো তা নিজস্ব নাক্ষত্রিক সিস্টেমের মধ্যেই থাকতে পারে। এসব কারণে অন্য গ্রহে প্রাণের খোঁজ পাওয়া বেশ কঠিন একটা কাজ। আবার গ্রহটি যদি সৌরজগতের বাইরে থাকে তাহলে বিষয়টি আরও কঠিন হয়ে পড়ে।
সৌরশক্তির মাধ্যমে ভিনগ্রহের প্রাণীর সন্ধান পেতে নাসার গবেষণার সঙ্গে অনেক বিজ্ঞানীই একমত নন। ভিন গ্রহে প্রাণী থাকলে তারা সম্ভবত এত দিনে সৌরশক্তির ব্যবহারকে ছাপিয়ে আরও সামনে চলে যাওয়ার মাধ্যমে যথেষ্ট বিবর্তিত হয়েছে বলে মনে করেন তাঁরা।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন