আজ ৩টি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম জানাল আবহাওয়া অধিদপ্তর
বঙ্গোপসাগর ও আরব সাগরের পরবর্তী ৩টি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় তিনটির নাম হলো (Shakti), মোন্থা (Montha) ও (Senyar)। আজ সোমবার বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।
শক্তি, মোন্থা ও সেনিয়া ঝড়গুলোর নাম দিয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।
উল্লেখ্য যে, বিশ্ব আবহাওয়া সংস্থা ২০০০ সালেই বঙ্গোপসাগর ও আরব সাগরের পার্শ্ববর্তী ১৩টি দেশের প্রস্তাবনায় পরবর্তী ১৬৯টি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করে রেখেছে। গাণিতিক বিভিন্ন মডেলের পূর্বাভাসে কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে দেখালেই সেটি নিশ্চিত করে বলা যায় না। মডেলের পূর্বাভাস যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। এজন্য, পর্যাপ্ত তথ্যের জন্য অপেক্ষা করা আবশ্যক। নাম নির্ধারিত থাকা মানেই ঘূর্ণিঝড় তৈরি হওয়া নয়।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন