পাকিস্তানী অভিনেত্রী হানিয়াকে এক ব্ক্স পানির বোতল উপহার পাঠালেন ভারতীয় ভক্ত
পুতিনের সম্পত্তির পরিমাণ ২০০ বিলিয়ন!
হেডজ ফান্ডের সাবেক পরিচালক বিল ব্রাউডার বলেছেন, আমার অনুমান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পত্তির পরিমাণ প্রায় ২০০ বিলিয়ন ডলার। ভ্লাদিমির পুতিনের আনুমানিক সম্পত্তির পরিমান কত? সিএনএনের প্রতিনিধি ফরিদ যাকারিয়ার এমন এক প্রশ্নের জবাবে ব্রাউডার বলেন, আমি বিশ্বাস করি তার সম্পত্তির পরিমান ২০০ বিলিয়ন ডলার। তিনি বলেন, পুতিন ১৪ বছর রাশিয়ার ক্ষমতায় আছেন এবং এই সময়ে দেশটি যে পরিমান টাকা আয় করেছে এবং যে টাকাগুলো বিদ্যালয় রাস্তাঘাট এবং হাসপাতাল তৈরিতে খরচ হয়নি সেগুলো সব ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছে। বিল গেটসকে বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি হিসেবে মানা হয় এবং তার সম্পত্তির পরিমান ৭৯ বিলিয়ন ডলার। কেজিবির’ সাবেক লেফটেনেন্ট কর্নেল পুতিন ১৯৯৯ সালের আগষ্টে রাশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং রাষ্ট্রপতি নির্বাচিত হন ২০০০ সালের মে মাসে। ব্রাউডারের তথ্যমতে পুতিনের শাসনামলের প্রথম আট থেকে দশ বছর ছিল যত পারা যায় ততো পরিমান টাকা চুরি করার সময়। ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত রাশিয়ার জিডিপির সম্পত্তির পরিমান ৭ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে। এ সময়টাতে পুতিন ও তার বন্ধুরা রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা সরিয়ে হয়ে উঠেছেন ধনবান। সূত্র: বিজনেস ইনসাইডার
শেয়ার করুন