আটককেন্দ্রে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, চলতি বছরে আইসিই হেফাজতে ১৪তম প্রাণহানি
জার্মানির গোলরক্ষক এখন রেসলিংয়ে !
জার্মানি জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক টিম উইসে ফুটবলের মাঠ ছেড়ে নেমেছেন রেসলিংয়ের মঞ্চে। শনিবার ফ্রাঙ্কফুটের ডব্লিউ.ডব্লিউ.ই’তে তার পেশাদারী রেসলিংয়ে অভিষেক ঘটে।
রেসলিংয়ের মঞ্চে নামার আগে উইসে বলেন, ‘কেন আমি এমন খেলাকে না বলবো? রেসলিং যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয় একটি খেলা। আর আমি এমন খেলায় নামার আগে ভীত নই।’
৩২ বছর বয়সী উইসে বায়ার্ন লেভারকুজেনের তরুণ দলে খেলেছিলেন। ওয়েডার ব্রেমেনের হয়ে তিনি ১৯৪টি ম্যাচে গোলবারের নিচে দায়িত্ব পালন করেছিলেন। আর ২০১২-১৪ সাল পর্যন্ত তিনি হফেনহামের হয়ে গোলরক্ষকের দায়িত্ব পালন করেছিলেন।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির অনূর্দ্ধ-২১ দলের হয়ে খেলে তিনি জাতীয় দলে সুযোগ পান। জার্মানির জার্সি গায়ে তিনি ছয়টি ম্যাচে খেলেছিলেন।
শেয়ার করুন