আপডেট :

        আটককেন্দ্রে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, চলতি বছরে আইসিই হেফাজতে ১৪তম প্রাণহানি

        অরেঞ্জ সিটি কাউন্সিলের অনুমোদন: দুর্ঘটনাপ্রবণ ট্রাফিক সার্কেলে নতুন নিরাপত্তা ব্যবস্থা

        লস এঞ্জেলেসে ২.৬২ বিলিয়ন ডলারে কনভেনশন সেন্টার সম্প্রসারণ, লক্ষ্য ২০২৮ অলিম্পিক

        "৫জি প্রযুক্তিতে আফ্রিকার ধীরগতি: কভারেজ সীমিত ১.২ শতাংশ"

        "কষ্ট আমারই বেশি": তাহসানের বিদায়ী বার্তায় উঠে এলো কী রহস্য?

        ডেম্বেলের সোনার বল জয়ের মাঝে পিএসজির কান্না

        কাল নিউইয়র্কে: প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে অংশ নেবেন

        প্যালেস্টাইন স্বীকৃতির তালিকায় ১৫৬ নাম, বাংলাদেশের ৩৭ বছরের অটুট বন্ধুত্ব

        আর্জেন্টাইন পর্বতারোহী ক্যালিফোর্নিয়ায় ২,০০০ ফুট নিচে পড়ে নিহত

        স্টাইভেসান্ট কেলেঙ্কারি: এক বাংলাদেশি ছেলের হাতে নকলের সাম্রাজ্য

        “যা আমরা কল্পনাও করতে পারছি না, তা ঘটবে আগামী ৫ মাসে”: মান্না

        দক্ষ কর্মী ভিসার জন্য বছরে ১ লাখ ডলার ফি আরোপ

        নিয়মিত ভাতের সঙ্গে লেবু খেলে কী কী পরিবর্তন হয়?

        কর আইনজীবী কর ফাঁকির অভিযোগে সমালোচনার মুখে

        ছবির শুটিংয়ে দুর্ঘটনায় জুনিয়র এনটিআর আহত

        ‘জুঁইফুল: সাবিনা ইয়াসমিন’ এবার ঘরে বসে দেখা যাবে

        দশ বছর পর চাকসুর অনার বোর্ডে ফিরল মান্নার নাম

        ৩০ টাকার পটোল এখন কারওয়ান বাজারে ৭০ টাকায় বিক্রি

        কানাডা ঘোষণা: বাংলাদেশে যাত্রীদের জন্য বাড়তি সতর্কতা

        গাজায় নিহত ১৬ জনের মধ্যে ১৫ জন বেসামরিক নাগরিক

যুক্তরাষ্ট্রে একটি হিন্দু মন্দিরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

যুক্তরাষ্ট্রে একটি হিন্দু মন্দিরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

যুক্তরাষ্ট্রে একটি হিন্দু মন্দিরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মন্দিরটি ভাংচুরের পর মন্দিরের দেয়ালে হিংসাত্মক ভাষায় লেখা হয়েছে, ‘গেট আউট’ (বের হয়ে যাও)। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে ভারতে। তীব্র ক্ষোভ প্রকাশ করে ভারত ও বিশ্ব হিন্দু সম্প্রদায়। নয়াদিল্লি সফর থেকে ফিরে বারাক ওবামা যখন ধর্মীয় সহনশীলতার আবেদন করছেন, ঠিক তখনই ওয়াশিংটনে এ হামলার ঘটনা ঘটল।

 

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়েটল মেট্রোপলিটনে অবস্থিত একটি মন্দিরের অংশবিশেষ শনিবার ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। সিয়েটলের এই মন্দির বিশ্বের উত্তর-পশ্চিমাঞ্চলে যত মন্দির আছে, তার মধ্যে সবচেয়ে বড়। মঙ্গলবার এ মন্দিরে শিবরাত্রি উৎসব উদ্যাপিত হবে। প্রভু শিবের কৃপা লাভের আশায় এ উৎসব পালন করে হিন্দু সম্প্রদায়। এ মুহূর্তে এ ধরনের তৎপরতাকে সহিংসতার পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে।

 

ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র সম্বিত পত্র এক টুইটার বার্তায় লিখেছেন, মার্কিন পুলিশের বর্বরতার শিকার এক ভারতীয়, গুলিতে নিহত এক ভারতীয়, এক মন্দিরে ভাংচুর... মার্টিন লুথার কিং বেঁচে থাকলে সত্যিই দুঃখিত হতেন।

 

এদিকে এ ঘটনায় সিয়েটলের স্নোহোমিশ কাউন্টির কর্মকর্তারা ঘটনার তদন্তে নেমেছেন। সোমবার কাউন্টির শীর্ষ কর্মকর্তারা মন্দির পরিদর্শন করেন। ওয়াশিংটনের বোথেলে অবস্থিত হিন্দু মন্দির ও সংস্কৃতি কেন্দ্রের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান নিত্য নিরঞ্জন তার প্রতিক্রিয়ায় বলেছেন, “এ ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রে ঘটে না। তোমরা কারা ‘বের হয়ে যেতে বলছো?’ এটি অভিবাসীদের দেশ।”

 

মন্দিরের সুরক্ষা দিতে না পারায় যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেসের নেতা পিসি চাকো। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বলে থাকে তারা বহুত্ববাদী এবং সমগ্র সত্ত্বা ধারণকারী। কিন্তু যা ঘটে গেল, তা পুরোপুরি অগ্রহণযোগ্য।’ তিনি বলেন, মার্কিন প্রশাসনকে অবশ্যই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

 

এর আগেও এই মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকি দিয়ে দেয়ালে নানা কথা লেখা হয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসন বিষয়টি উড়িয়ে দিয়েছে। শুধু হিন্দু নয়, মুসলিমদের উদ্দেশ করেও একই ধরনের তৎপরতা দেখা গেছে। যুক্তরাষ্ট্র থেকে মুসলিমদের বেরিয়ে যাওয়ার হুমকিও দেয়া হয়েছে। কিন্তু কে বা কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, যুক্তরাষ্ট্রের প্রশাসন এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের লিখিত প্রতিক্রিয়া জানাতে চাওয়া হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত