আটককেন্দ্রে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, চলতি বছরে আইসিই হেফাজতে ১৪তম প্রাণহানি
যুক্তরাষ্ট্রে ‘এইচ-১বি’ ভিসাধারীর স্বামী-স্ত্রী পাচ্ছেন কাজের সুযোগ
যুক্তরাষ্ট্রে ‘এইচ-১বি’ ভিসায় কর্মরতদের স্বামী বা স্ত্রীকে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কাজের অনুমতি দিতে যাচ্ছে মার্কিন সরকার। এর ফলে এ ভিসায় কর্মরতদের স্বামী বা স্ত্রী; যারা ‘এইচ-৪’ ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে তারা বৈধভাবে কাজ করতে পারবেন।
বুধবার মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিভাগের (ইউএসসিআইএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এইচ-১বি’ ভিসায় কর্মরতদের স্বামী বা স্ত্রী, যারা ‘এইচ-৪’ ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে তাদের কাজ করার অনুমতি প্রদানের প্রক্রিয়া আগামী ২৬ মে থেকে শুরু হবে। অনুমতি পাওয়ার পর তারা যুক্তরাষ্ট্রে কাজ করতে পারবেন।’
যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রক্রিয়া সংস্কারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সর্বশেষ নীতির আলোকে ইউএসসিআইএস এ ঘোষণা দিল।
এর ফলে চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় পৌনে ২ লাখকর্মী বৈধভাবে কাজের সুযোগ পাবেন। পরবর্তী প্রতি বছরে আরও ৫৫ হাজার নতুন কর্মী এর আওতায় পড়বেন।
প্রসঙ্গত, সাধারণত প্রযুক্তিসহ উচ্চতর দক্ষতা প্রয়োজন এমন খাতের কর্মীরা যুক্তরাষ্ট্রে ‘এইচ-১বি’ ভিসা পেয়ে থাকেন। আর তাদের স্বামী বা স্ত্রীরা পেয়ে থাকেন ‘এইচ-৪’ (স্বামী বা স্ত্রীর ওপর নির্ভরশীল বিবেচনায়) ভিসা। বর্তমানে যুক্তরাষ্ট্রে ‘এইচ-১বি’ ভিসায় কর্মরতদের স্বামী বা স্ত্রীদের বৈধভাবে কাজ করার সুযোগ নেই।
শেয়ার করুন