আটককেন্দ্রে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, চলতি বছরে আইসিই হেফাজতে ১৪তম প্রাণহানি
‘পাকিস্তানেরই পারমাণবিক অস্ত্র বেশি, ভারতের কম’
অস্ত্র প্রতিযোগিতা
ভারতের
চেয়ে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা বেশি বলে নতুন এক বুলেটিনে জানিয়েছেন আণবিক
বিজ্ঞানীরা। তারা বলছেন, গত বছর পাকিস্তানের অস্ত্রভান্ডারে ছিল ১২০ টি পারমাণবিক অস্ত্র।
এ সংখ্যা ভারতের পামাণবিক অস্ত্রের চেয়ে ১০ টি বেশি। ‘দ্য নিউক্লিয়ার নোটবুক ইন্টারেকটিভ
ইনফোগ্রাফিক’ বুলেটিনে তারা এ তথ্য তুলে ধরেছেন। পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশগুলোর পারমাণবিক
অস্ত্রের ইতিহাস এবং সংখ্যার ডায়াগ্রাম দিয়ে এ ধরনের বুলেটিন ১৯৪৫ সালে প্রথম চালু
করেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের আণবিক বিজ্ঞানীরা।
বুলেটিনের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র ও রাশিয়া দু’দেশেরই প্রায় ৫ হাজারকরে পারমাণবিক অস্ত্র আছে। অন্যদিকে, ফ্রান্সের আছে ৩শ’, চীনের আছে আড়াইশ’, যুক্তরাজ্যের ২২৫ এবং ইসরায়েলের আছে ৮০ টি পারমাণবিক অস্ত্র। আর উত্তর কোরিয়া ২০০৬, ২০০৯ এবং ২০১৩ সালে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে মাত্র।
শেয়ার করুন