শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ ৩৭ জন আটক
মালয়েশিয়ার শাহ আলম এলাকার কয়েকটি স্থানে অভিবাসন বিভাগের অভিযানে ১১ বাংলাদেশিসহ গ্রেফতার করা হয়েছে ৩৭ জনকে।
সেলাংগার ইমিগ্রেশনের প্রধান মো. সুকরি নাউয়ির নেতৃত্বে মঙ্গলবার রাতে শাহ আলম ও কেলাং এলাকার কয়েকটি মুদি দোকান, রেস্টুরেন্ট, ডিস্কোসহ বিদেশি শ্রমিকদের বাসস্থানে অভিযান পরিচালনা করে আটক করা হয় বিভিন্ন দেশের ৬৮ জনকে।
আটককৃতদের মধ্যে যাচাই বাছাই শেষে ৩৭ জনকে গ্রেফতার করা হয়। যার মধ্যে ১১ বাংলাদেশিসহ ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও ইন্ডিয়ার নাগরিকদের গ্ৰেফতার করা হয়।
গ্রেফতার কৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের ৬(১)(ছি)১৯৫৯/৬৩ এবং ১৫(১)(ছি) ধারায় গ্রেফতার করা হয়েছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন