শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
আমেরিকারপ্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের প্রমাণ মিলেছে
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের প্রমাণ মিলেছে। বহুল প্রতীক্ষিত তদন্ত প্রতিবেদনে এ প্রমাণের কথা উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৩ মাসের তদন্ত শেষে এ সংক্রান্ত প্রতিবেদন জনসম্মুখে আনা হয়।
সাবেক এফবিআই প্রধান রবার্ট মুয়েলারের অনুসন্ধান অনুযায়ী, মার্কিন নির্বাচনে হিলারি ক্লিন্টনকে পরাজিত করে লাভবান হতে চেয়েছিল রাশিয়া। তদন্ত প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, উদ্দেশ্য সফল করতে রুশ গোয়েন্দারা তৎপর ছিলেন।
নির্বাচনকে প্রভাবিত করে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে প্রোপাগান্ডা চালিয়েছিলো মস্কো। সামাজিক মাধ্যমে এক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে এফবিআই।
২০১৭ সালের মে মাসে এ সংক্রান্ত তদন্তের দায়িত্ব পান সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলার। মার্চে দেশটির আইনমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন তিনি।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন