দুবাই থেকে আসা ইমিরেটস কার্গো বিমান হংকংয়ে সাগরে পড়ল, ২ নিহত
একশ বছর বয়সী নরীর কারামুক্তি !
একশ বছর বয়সী নরী
কেনিয়ার একটি কারাগার থেকে ছাড়া পেয়েছেন ১০০ বছর বয়সি এক নারী।
তার নাম মার্গারেট এনজিমা। তার মুক্তির পক্ষে জাতীয়
ঐক্য তৈরি হওয়ার পর শুক্রবার তাকে ছেড়ে দেয় সরকার। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। শতবর্ষী এই নারীকে গত সপ্তাহে আদালত অবমাননার দায়ে কারাদা- দেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ, একটি মামলায় আদালত তাকে ১ হাজার ডলার জরিমানা করেছিলেন। তা দিতে ব্যর্থ হন তিনি। পরে তাকে গ্রেফতার করে এমবু কারাগারে ঢুকিয়ে দেওয়া হয়।
প্রতিবেশীদের সঙ্গে জমিজমাসংক্রান্ত একটি মামলায় শতবর্ষী ওই নারীকে জরিমানা করেন আদালত। ব্যক্তিগতভাবে তিনি জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হন। পরে নাইরোবির সিনেটর মাইক সোনকো তা পরিশোধ করেন। তারপর শুক্রবার তাকে ছাড়া হয়েছে। মার্গারেটকে গ্রেফতারের পরে কেনিয়াজুড়ে ক্ষোভ দেওয়া যায়। জাতীয় ইস্যুতে পরিণত হয় বিষয়টি। অনেক তর্ক-বিতর্কের পর অবশেষে সরকার শতবর্ষী এই নারীকে ছেড়ে দিতে এক প্রকার বাধ্যই হয়েছে। উল্লেখ্য, আদালত এই নারীকে তিন মাসের কারাদ- দেন।
শেয়ার করুন