শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
১৬ শিশুসহ ১৫০ নিহত: আল্পস পর্বতে জার্মান বিমান বিধ্বস্ত
জার্মান বিমান বিধ্বস্ত
আল্পস পর্বতে ফ্রান্সের সীমানায় দেড়শ’ যাত্রী নিয়ে জার্মানউইংস
এর একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এঘটনায় ১৬ শিশুসহ ১৫০ জন আরোহীর কেউ বেঁচে নেইবলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।জানা গেছে, জার্মানউইংস ‘এ-৩২০’ বিমানটিরমোট আরোহী ছিলেন ১৪৪ জন বাকি ৬ জন ছিলেনবিমানকর্মী।এদিকে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ফ্লাইটে৬৭ জন জার্মান নাগরিক ছিলেন। স্পেনের ডেপুটিপ্রধানমন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন,বিমানটিতে ৪৫ জন স্প্যানিশ নাগরিকও ছিলেন।আর একজন বেলজিয়ামের নাগরিক সম্পর্কেও জানাগেছে।বিমানটি মঙ্গলবার সকালে স্পেনের বার্সেলোনাশহর থেকে জার্মানির ডুসেলডর্ফ উদ্দেশ্যে রওনাহয়েছিল।ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাদ জানিয়েছেন,বিমানের যাত্রীরা বেঁচে আছেন এমন সম্ভাবনাকম।বিমান কর্মকর্তারা জানান, ফরাসি শহর ডিনয়ো-ল্য-বাঁন-র কাছে বিমান থেকে জরুরি বিপদ সঙ্কেতপাঠানো হয়।ফরাসি এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, নীস্ থেকে১০০ কিলোমিটার উত্তরে বার্সেলোনেট শহরেরকাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে তারানিশ্চিত।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আল্পসপর্বতের ২০০০ মিটার উঁচুতে বিমনাটিরধ্বংসাবশেষ দেখা গেছে।জার্মান উইংস্ জার্মানির জাতীয় বিমান সংস্থালুফথানসার একটি সহযোগী সংস্থা। এর আগেএয়ারলাইন্সটি এ ধরনের কোন দুর্ঘটনার শিকারহয়নি।
শেয়ার করুন