২০২৬ সালের মধ্যে ক্যালিফোর্নিয়ায় গ্যাসের দাম ৭৫% বাড়বে, এই দাবি নিয়ে নিউজমের অফিসের তীব্র প্রতিবাদ
বেতন নিয়ে সংকটে জাতিসংঘ
অর্থ সংকটে পড়েছে জাতিসংঘ। সোমবার সংস্থাটির মহাসচিব অ্যান্টেনিও গুতেরেস জানিয়েছেন, ২৩ কোটি ডলার ঘাটতি রয়েছে জাতিসংঘে।
জাতিসংঘের ৩৭ হাজার কর্মীকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে গুতেরেস বলেন, অক্টোবরের শেষ দিকেই তাদের তহবিল শেষ হয়ে যেতে পারে। তাই কর্মীদের বেতন দেওয়ার ক্ষেত্রে অস্থায়ী বিকল্প পন্থা নিতে হবে জাতিসংঘকে।
তিনি লিখেছেন, ‘২০১৯ সালের বাজেট পরিচালনায় সদস্য দেশগুলো প্রয়োজনীয় অর্থের মাত্র ৭০ শতাংশ প্রদান করেছে। এতে করে সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যন্ত ঘাটতি পড়বে ২৩ কোটি ডলার। ফলে আমরা রিজার্ভ তরল ঘাটতির ঝুঁকির মুখে পড়তে যাচ্ছি।’
খরচ কমাতে সম্মেলন ও বৈঠক স্থগিত করার কথা বলেছেন গুতেরেস। একইসঙ্গে কর্মকর্তাদের ভ্রমণও কমিয়ে দেয়ার কথা জানিয়েছেন তিনি।
অর্থ সংকট কাটাতে চলতি বছরের প্রথম দিকে সদস্য দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন গুতেরেস। তবে তার এই আহবানে সাড়া মেলেনি বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন।
শেয়ার করুন