২০২৬ সালের মধ্যে ক্যালিফোর্নিয়ায় গ্যাসের দাম ৭৫% বাড়বে, এই দাবি নিয়ে নিউজমের অফিসের তীব্র প্রতিবাদ
সৌদি বন্দরের কাছে ইরানের জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের জেদ্দা বন্দরের কাছে একটি ইরানি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। শুক্রবার ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি বলেছে, ‘সৌদি আরবের জেদ্দা বন্দরের কাছে ইরানের মালিকানাধীন জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।’ ইরানের জাতীয় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির মালিকানাধীন জাহাজটি হামলার সময় সৌদি উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ছিল।
ইরানি বার্তা সংস্থা নুর জানিয়েছে, জাহাজের সব ক্রু নিরাপদে আছেন এবং জাহাজটির অবস্থা স্থিতিশীল।
ইরানের বিপ্লবী বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থাটি বলেছে, ‘বিস্ফোরণে ক্রুদের কেউ আহত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের দুটি তেলক্ষেত্রে ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এতে কয়েকদিন সৌদি আরবের ৫৭ লাখ ব্যারেল তেল উৎপাদন বন্ধ হয়ে যায়। এই হামলার জন্য ইরানকে দায়ী করে আসছে সৌদি আরব। এ ঘটনার পর থেকে রিয়াদ ও তেহরানের মধ্যে উত্তেজনা চলে আসছে।
শেয়ার করুন