শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
জাতিসংঘ দফতরের সামনে নিজ শরীরে আগুন দিলেন এক কুর্দি
জেনেভায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থায় সদর দফতরের সামনে নিজের শরীরে আগুন লাগিয়ে দিয়েছেন এক সিরীয় কুর্দি। তবে ঠিক কি কারণে এই কাজ করেছেন তার ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে। তাড়াতাড়ি আশপাশের লোকজন এগিয়ে আসেন। কুর্দি ব্যক্তিকে হেলিকপ্টারে করে হাসপানালে নেওয়া হয়।
জানা যায়, ৩১ বছর বয়সী ওই কুর্দি জার্মানির বাসিন্দা। জেনেভা পুলিশ মুখপাত্র সিলভিয়ান গুইলামে বলেন, তার এই কার্যক্রমের কোনও কারণ বা ব্যাখ্যা এখনও জানা যায়নি।
সিলভিয়ান বলেন, আমরা তার কারণ ধারণা করতে পারি। কিন্তু নিশ্চিত হতে পারি না। আমরা যখন পৌঁছাই তখন সে কথা বলার অবস্থাতে ছিলো না।
সিরিয়ায় তুরস্কের অভিযানের প্রতিবাদে আন্দোলনে নেমেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত কুর্দিরা।
শেয়ার করুন