ফিলিস্তিনিদের কর তহবিলের টাকাও আটকে দিল ইসরাইল
ইসরাইলিদের জবর দখল করা ফিলিস্তিনের পশ্চিমতীর থেকে তোলা করের একটি অংশ অতিদরিদ্রদের জন্য ফেরত দেয়া হতো।
ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের মন্ত্রিপরিষদ ওই ফিলিস্তিনিদের কর তহবিল রোববার আইন করে বন্ধ করে দেয়া হয়েছে।
ইসরাইলি এমপিদের দাবি, কর তহবিলের এ টাকা সন্ত্রাসের পৃষ্ঠপোষকতায় ব্যয় করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
প্রতি মাসে পশ্চিমতীর থেকে তোলা কর থেকে প্রায় ১৭ কোটি মার্কিন ডলার ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়ে আসছিল ইসরাইল।
এ আইন পাসের ফলে এখন থেকে এ টাকা আর পাবে না তারা। ফলে আরও অর্থনৈতিক সংকটে পরল ফিলিস্তিন।খবর রয়টার্সের।
তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, কর তহবিলের এ টাকা অতিদরিদ্রদের সহায়তা করা হতো।
বিশেষ করে দখলদার ইসরাইলি বাহিনীর হাতে নিহত ও নিগৃহীত ব্যক্তির পরিবারকে এ সহায়তা দেয়া হতো।
শেয়ার করুন