তাইওয়ানে হেলিকপ্টার বিধ্বস্তে সেনাপ্রধানসহ নিহত ৮
তাইওয়ানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সেনাপ্রধান শেন ওয়াই মিং সহ আট সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাজধানী তাইপের কাছে একটি পর্বতের ওপর তাদের বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। খবর দ্য টেলিগ্রাফের।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শিহ শান-ওয়েন জানিয়েছেন, হেলিকপ্টারটিতে সেনাপ্রধানসহ ১৩ জন ছিলেন। তাইপের এক পাহাড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
পাহাড়ের ওপর বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি
তাইওয়ানে রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাত্র এক সপ্তাহ আগে এই দুর্ঘটনা ঘটলো।
প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার কারণে তিনি আগামী তিনদিন সব ধরনের প্রচারণা বন্ধ রাখবেন।
শেয়ার করুন