১৭১ যাত্রীসহ রানওয়ে থেকে ছিটকে বিমান তিন টুকরো
তুরস্কের ইস্তাম্বুলে ১৭১ জন যাত্রী ও ছয় জন ক্রু নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি যাত্রীবাহী বিমান। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ১৫০ জন।
স্থানীয় সময় বুধবার (৫ ফেব্রুয়ারি) দেশটির সাবিহা গোকসেন আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পেগাসাস এয়ারলাইন্সের বিমানটি তিন টুকরা হয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এ সময় বিমানটিতে আগুনও ধরে যায়।
এ তথ্য নিশ্চিত করে দেশটির পরিবহন মন্ত্রী কাহির তুরান জানিয়েছেন, বোয়িং-৭৩৭ মডেলের প্লেনটিতে ১৭১ যাত্রী ও ৬ ক্রু ছিলেন। প্লেনটি রানওয়েতে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনার পরপর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
শেয়ার করুন