প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নারী পুলিশকে গুলি করে হত্যা
ভারতের রাজধানী দিল্লিতে প্রীতি আহলাওয়াত নামের এক নারী পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে, প্রেমে প্রত্যাখাত হয়ে দিপানসু রাথির নামের এক পুলিশ কর্মকর্তা শুক্রবার রোহিনি এলাকার একটি রেলস্টেশনে প্রীতি আহলাওয়াতকে গুলি করে হত্যা করে। এদিকে পুলিশ বলছে , প্রীতি আহলাওয়াতকে হত্যার পর আত্মহত্যা করেছে অভিযুক্ত দিপানসু রাথির।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে ২৬ বছর বয়সী প্রীতি আহলাওয়াত বাড়িতে ফেরার সময় তার মাথায় তিনটি গুলি করা হয়। জানা গেছে, প্রীতি আহলাওয়াত এবং দিপানসু রাথি ২০১৮ সালের ব্যাচ থেকেই ভারতীয় পুলিশে যোগ দিয়েছিলেন। এদিকে পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য ওই রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
পুলিশ জানায়, অভিযুক্ত দিপানসু পুলিশের এসআই হিসেবে কর্মরত ছিলেন। নিহত প্রীতি আহলাওয়াতকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। তবে এতে সাড়া দেয়নি প্রীতি আহলাওয়াত। আর এই ক্ষোভেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
বিধানসভার নির্বাচনের আগেরদিন কড়া নিরাপত্তার মধ্যেই দিল্লিতে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।
শেয়ার করুন