তৃতীয় বিয়ে করতে যেয়ে প্রথম স্ত্রীর মার খেলেন পাকিস্তানি বর
অনুমতি ছাড়া তৃতীয় বিয়ে করতে যেয়ে প্রথম স্ত্রীর হাতে মার খেয়েছেন এক পাকিস্তানি বর। করাচির উত্তর নাজিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে বুধবার জিওটিভি জানিয়েছে।
এ ঘটনায় ওই বর বিয়ের গেট ভাঙচুর ও মারধরের অভিযোগে প্রথম স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, বরকে কারাগারে রাখার মতো কারণ নেই। তারা উভয়পক্ষকে আদালতে দেওয়ানি মামলা করার পরামর্শ দিয়েছেন।
হামলার শিকার ওই বর সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সে আমার প্রথম স্ত্রী। তার সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। এটা সম্প্রতি ঘটেছে...কয়েক দিন আগে। আমি এ ব্যাপারে তার কাছে লিগ্যাল নোটিস পাঠাব। আমার আইনজীবী তাদের সঙ্গে কথা বলবে ‘
হামলাকারী প্রথম স্ত্রী দাবি করেছেন, তার স্বামী ২০১৮ সালে গোপনে দ্বিতীয় বিয়ে করেছিলেন। এবার একই কায়দায় তিনি তৃতীয় বিয়ে করছিলেন।
১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, দ্বিতীয় বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রীর লিখিত অনুমতির প্রয়োজন হয়।
শেয়ার করুন