লন্ডনে মসজিদে মুসল্লিকে ছুরিকাঘাত
সেন্ট্রাল লন্ডনে মসজিদে দুপুরের নামাজের সময় এক মুসল্লিকে উপর্যপুরি ছুরিকাঘাত করা হয়েছে। রিজেন্ট পার্ক এলাকায় স্থানীয় সময় বেলা ৩টায় ৭০ বছর বয়সী মুসল্লিকে একাধিকবার ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়।
পুলিশ জানিয়েছেন, হাসপাতালে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন, আহত মুসল্লি মসজিদের মুয়াজ্জিন। আযান দেয়ার সময় তার উপর হামলা চালানো হয়েছে।
পুলিশ জানিয়েছ, ঘটনাস্থল থেকে হত্যার চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ একজনকে হাতকড়া পড়িয়ে নিয়ে যাচ্ছে, এমন একটা ভিডিও মসজিদের মুসল্লিদের হাতে দেখা গেছে।
শেয়ার করুন