“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
করোনা চাইনিজ ভাইরাস: ট্রাম্প
প্রাণঘাতী করোনাভাইরাসকে নিয়ে প্রতিদিনই তৈরী হচ্ছে বিচিত্র ঘটনা। এবার করোনাকে চাইনিজ ভাইরাস বলে কটুক্তি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার টুইটারে দেওয়া এক বার্তায় ট্রাম্প এমন মন্তব্য করেন।
টু্ইটে ট্রাম্প বলেছেন, চীনা ভাইরাস দ্বারা ক্ষতিগ্রস্ত এয়ারলাইন্স এবং অন্যান্য শিল্পখাতকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। সেই সাথে আগের চেয়ে আরও শক্তিশালী হওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। এ পরিস্থিতে যুক্তরাষ্ট্রকে যেকোন উপায়ে রক্ষা করার কথা আশ্বাস জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের এমন মন্তব্যে পাল্টা মন্তব্য করেছে চীন। তারা বলছে, চীনের জনগণের সাথে করোনাভাইরাসকে যুক্ত করা দায়িত্বহীনতার মত কাজ হয়েছে ট্রাম্পের।
এরই মধ্যে করোনা মোকাবেলায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছে ৭৯ জন মানুষ।
প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬শ মানুষ। ২০১৯ সালে ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস।
শেয়ার করুন