“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
করোনাভাইরাস: ভিসা সার্ভিস বাতিল করল যুক্তরাষ্ট্র
করোনাভাইরাসের কারণে অধিকাংশ দেশের নিয়মিত ভিসা সার্ভিস বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে।
তারা জানায়, বিশ্বব্যাপী বিভিন্ন দেশের দূতাবাস ও কনস্যুলেটে ২০২০ সালের ১৮ মার্চ পর্যন্ত সব নিয়মিত অভিবাসী ও অ-অভিবাসীর ভিসা সাক্ষাৎ সূচি বাতিল করা হবে।
কিন্তু এই বিধিনিষেধ থেকে কোন কোন দেশ নিষ্কৃতি পাবে, তা সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। তবে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের মোকাবেলার জোর চেষ্টার অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শেয়ার করুন