দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট
ইতালিতে এক দিনে ৯১৯ জনের মৃত্যু
করোনাভাইরাসে ইতালিতে এক দিনে ৯১৯ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে ভাইরাসে মৃতের সংখ্যা ৯ হাজার ১৩৪ জনে পৌঁছলো।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে পাঁচ হাজার ৯০৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৫৩৯ জন থেকে বেড়ে ৮৬ হাজার ৪৯৮ জনে পৌঁছেছে।
এর আগে ইতালিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল ২১ মার্চ। ওই দিন ৭৯৩ জন মারা যান।
দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি উত্তরাঞ্চলের লোম্বার্ডি শহরে। শহরটিতে ভাইরাস আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ২৯৮ জন। আর মারা গেছেন পাঁচ হাজার ৪০২ জন।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
শেয়ার করুন