আপডেট :

        ধর্ষকের শাস্তি সবার সামনে হোক: সোহম

        বায়ার্নের দাপটে বিদায় ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো, পিএসজির মুখোমুখি কোয়ার্টারে

        ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে মুরাদনগরে রাজনৈতিক উত্তেজনা: কে দায়ী?

        ইরানের কঠোর হুঁশিয়ারি: ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি

        এশিয়া কাপের সম্ভাব্য সূচি জুলাইয়ে প্রকাশিত হবে

        সরকারের প্রতিশ্রুতি ব্যর্থ: জুলাই সনদ প্রকাশ করবে এনসিপি - নাহিদ ইসলাম

        রথযাত্রার উৎসবে বিপর্যয়: উড়িষ্যায় ভিড়ে পিষ্ট হয়ে ৩ মৃত, ১০ জন আহত

        মনু মিয়ার শেষ বিদায়ে অভিনেতা খায়রুল বাসারের মানবিকতার জয়

        মেসি-রোনালদো: সময় পেরিয়েও অপ্রতিরোধ্য ফুটবলের দুই কিংবদন্তি

        মুরাদনগরের অশান্তির জন্য আওয়ামী সন্ত্রাসীদের প্রশ্রয়দাতারা দায়ী: আসিফ মাহমুদ

        ৫.২ মাত্রার ভূমিকম্পে পাকিস্তানে দুইবার কাঁপল ধরিত্রী

        হিরো আলমের যত্নে রিয়া মনি, প্রকাশ করলেন তার শারীরিক অবস্থা

        হাছিনা নয় শেখ হাসিনা নয়, তবুও বারবার বদলাচ্ছে স্কুলের নাম

        জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেট: ২০২৫-২৬ অর্থবছরে ৩২৩ কোটি টাকা

        কোকেন উৎপাদনে ঐতিহাসিক উচ্চতা, জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

        ট্রাম্পের সাথে সম্পর্ক জোরদারে প্রস্তুত পুতিন, নতুন যোগাযোগের আভাস

        স্বর্ণের বাজারে ধস: এক মাসে সর্বনিম্ন দামে পৌঁছাল হলুদ ধাতু

        সোনামসজিদ স্থলবন্দরে ‘কমপ্লিট শাটডাউন’, আমদানি-রপ্তানি বন্ধ, ৩০০ গাড়ি অপেক্ষায়

        ট্রাম্পের দাবি: খামেনির প্রাণ বাঁচিয়েছি, ধন্যবাদ পাইনি

        এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা: কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নিয়ম

ইরাকের বিরুদ্ধে করোনা রোগীর প্রকৃত সংখ্যা গোপনের অভিযোগ

ইরাকের বিরুদ্ধে করোনা রোগীর প্রকৃত সংখ্যা গোপনের অভিযোগ

ছবি : সংগৃহীত

ইরাকে করোনা ভাইরাসে শনাক্তের সংখ্যা হাজার ছাড়ালেও সরকারি প্রতিবেদন অনুযায়ী দেশটিতে কোভিড-১৯ রোগী ৭৭২ জন। করোনা ভাইরাস পরীক্ষার সঙ্গে নিবিড়ভাবে জড়িত তিনজন চিকিৎসক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এবং ঊর্ধ্বতন এক রাজনীতিক এ তথ্য জানান।

শুক্রবার (০৩ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

নাম প্রকাশ না করা শর্তে সূত্র জানায়, স্বাস্থ্য কর্মকর্তাদের সংবাদমাধ্যমের সঙ্গে বলতে নিষেধ করেছে ইরাক কর্তৃপক্ষ।

ইরাকে করোনা ভাইরাস সংক্রান্ত তথ্যের একমাত্র সূত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল-বদর বলেন, এ তথ্য সঠিক নয়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) করোনা ভাইরাস বিষয়ে দৈনিক বিবৃতির সময় মন্ত্রণালয় জানায়, দেশটিতে এ পর্যন্ত ৭৭২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ৫৪ জন।

বাগদাদে এ রোগ শনাক্তের সঙ্গে জড়িত ফার্মাসিউটিক্যাল টিমে কর্মরত তিনজন চিকিৎসক জানান, এখন পর্যন্ত প্রায় তিন থেকে নয় হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এ রোগের প্রতিদিনের ফলাফলের সঙ্গে জড়িত চিকিৎসকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ তথ্য জানান তারা।

শুধু পূর্ব বাগদাদেই রোগীর সংখ্যা দুই হাজারেরও বেশি বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা। মন্ত্রণালয়ের এক বৈঠকে উপস্থিত রাজনীতিক নেতাও জানান, শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে।

ইরাকের পার্শ্ববর্তী দেশ ইরানে করোনা ভাইরাস মহামারি রূপ নিয়েছে আরও আগেই। দেশটিতে এখন পর্যন্ত ৫০ হাজার ৪৬৮ জন রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ৩ হাজার ১৬০ জন। সংক্রমণ রোধে ফেব্রুয়ারি মাসে ইরানের সঙ্গে বাণিজ্য ও সীমান্ত বন্ধ করেছে ইরাক।

গত বছর ইরাকে হওয়া গণবিক্ষোভের অন্যতম কারণ ছিল দেশটির ভঙ্গুর স্বাস্থ্যসেবা ব্যবস্থা। এ অবস্থায় কোভিড-১৯ রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা গোপন করার অভিযোগ এসেছে দেশটির বিরুদ্ধে।

এক চিকিৎসক রয়টার্সকে জানান, গত শনিবারেই কোভিড-১৯ রোগে মৃত প্রায় ৫০ জনকে দাফন করা হয়েছে। অথচ সে সময় মন্ত্রণালয় থেকে জানানো মৃতের সংখ্যা ছিল ৪২।

রোগ পরীক্ষার সুযোগ সীমিত হওয়ায় ইরাক স্বীকার করে, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা শনাক্ত রোগীর চেয়ে অনেক বেশি। রোগটি দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে মানুষের পরীক্ষা করাতে অনাগ্রহ, সামাজিক দূরত্ব বজায় না রাখা, ধর্মীয় তীর্থে অংশ নেওয়াকে দায়ী করেন বেশিরভাগ ইরানি চিকিৎসক।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত