যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ হাজার, আরও ৪ বাংলাদেশির মৃত্যু
বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২৮ হাজার ৫২৯ জন, আর আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ২০৬ জন।এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার ৮৯। সুস্থ হয়েছে ৪৮ হাজার ৭০১ জন।
যুক্তরাষ্ট্রে আরও ৪ বাংলাদেশি মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন। করোনা ভাইরাসে মারা গিয়েছেন বশির আহমদ, হুমায়ুনুল আহমদ, তাহেরা আক্তার জাহান, মোঃ জামাল উদ্দিন। এনিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় ১৩৯ বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬০৩ জন, মারা গেছে ৭৬১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৭৬ জন, মারা গেছে ১২ হাজার ৮৬৮ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম শনাক্ত করা হয় করোনাভাইরাস। দেশটিতে এ পর্যন্ত মোট মারা গেছে ৩ হাজার ৩৪২ জন, আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৩৪১ জন। দেশটিতে এ পর্যন্ত ৭৭ হাজার ৮৯২ জন সুস্থ হয়েছে। গত ২৪ ঘণ্টায় চীনে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪৬ জন, আর মারা গেছে ১ জন।
শেয়ার করুন