বিশ্বে ১ কোটি ৪০ লাখ শিশু অপুষ্টির মুখে, মৃত্যুঝুঁকি আছে: ইউনিসেফ
যুক্তরাষ্ট্রে করোনা থেকে সুস্থ হয়েছেন এক লাখের বেশি মানুষ
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩ হাজার ৩৩২ জনের প্রাণহানি হয়েছে। তবে একই দিনে সুস্থের সংখ্যাও বেড়েছে। দেশটিতে করোনা থেকে সেরে উঠেছে ১ লাখেরও বেশি মানুষ।
তাতে আক্রান্ত ও মৃত্যুর পর সুস্থের হিসাবেও সব দেশকে পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্র। আগের দিন প্রথম দেশ হিসেবে জার্মানিতে এক লাখের বেশি মানুষ সুস্থ হয়েছে। একদিনেই যুক্তরাষ্ট্র তাদের টপকে গেলো।
করোনা থেকে সুস্থ হয়েছে যুক্তরাষ্ট্রের ১ লাখ ১০ হাজার ৪৩২ জন। ওয়ার্ল্ডোমিটার্সের হিসাবে তারাই সুস্থতায় সবার ওপরে। জার্মানিতে সুস্থের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৮০০ জন। এরপর করোনা জয়ের তালিকায় আছে স্পেন, তাদের ৯২ হাজার ৩৫৫ জন করোনা রোগী সুস্থ হয়েছে।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত ৯ লাখ ২৫ হাজার ৩৮ জন। মৃত্যু হয়েছে ৫২ হাজার ১৮৫ জন। তবে সুস্থের সংখ্যা লাখ ছাড়ানোয় আশাবাদী হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্র।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
শেয়ার করুন