পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার করোনা আক্রান্ত
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আপাতত সেল্ফ আইসোলেশনে থাকার কথা টুইটারে নিশ্চিত করেছেন তিনি।
ইসলামাবাদে ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথের স্বাস্থ্য পরীক্ষার ফল হাতে পাওয়ার পর কায়সার টুইটারে লিখেছেন, ‘আমার করোনাভাইরাস টেস্টে পজিটিভ এসেছে এবং আমার বাড়িতে নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি। দেশের সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।’
কায়সারের ভাই আব্দুল ওয়াহিদ দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে নিশ্চিত করেছেন, জাতীয় পরিষদের স্পিকারের ছেলে ও মেয়েরও করোনা ধরা পড়েছে। তারাও কোয়ারেন্টাইনে। এর আগে কায়সারের শ্যালক ও বোনের করোনা ধরা পড়েছিল।
করোনায় সামাজিক দূরত্বের বিধি থাকলেওও তা ভেঙে গত সোমবার নিজ বাসায় ইফতার ও ডিনারের আয়োজন করেছিলেন কায়সার। সেখানে কয়েকজন করোনা আক্রান্ত রাজনীতিক তার অতিথি হয়েছিলেন।
তার ঠিক তিনদিন আগে সিন্ধ গভর্নর ইমরান ইসমাইলের করোনায় আক্রান্তের খবর পাওয় যায়।
ইধি ফাউন্ডেশন চেয়ারম্যান ফয়সাল ইধির করোনা ধরা পড়লে গত ২১ এপ্রিল প্রধানমন্ত্রী ইরফান খানের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। কয়েকদিন আগে দুজনের দেখা হয়েছিল। সৌভাগ্যবশত ইমরানের করোনা টেস্ট নেগেটিভ আসে।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
শেয়ার করুন