ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রল এর বাল্ডউইন পার্কের সান বার্নার্দিনোর দশ নং সড়কে মাল্টি-কার দুর্ঘটনায় রবিবার এক কিশোর নিহত হয়েছে।
নিহতের সঠিক বয়স তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি, এমনকি নিহত কিশোর গাড়িটির চালক বা যাত্রী কিনা তাও প্রকাশ করা হয়নি।
এলএবাংলাটাইমস/এসএস/আই
শেয়ার করুন