আপডেট :

        নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হোম ডিপো থেকে কোটি ডলারের পণ্য চুরি, ১৪ জন গ্রেপ্তার

        ওষুধ নয়, অস্ত্রোপচারও নয়: সহজ হাঁটার কৌশলেই আর্থ্রাইটিস ব্যথা কমাতে সাফল্য বিজ্ঞানীদের

        জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক পরিষদ গঠনের উদ্যোগ

        সনাতন ধর্মীয় তীর্থস্থানে উসকানি প্রতিরোধে প্রশাসনকে নির্দেশ

        বিজরীর প্রতিধ্বনি: নজরুলের গানে নারীর স্বাধীনতার স্বর

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        মোদি-ট্রাম্পের বন্ধুত্ব ভেঙে পড়ল: 'অত্যন্ত ভয়ংকর' বলে ট্রাম্পের তিরস্কার, ভারতে রাজনৈটিক ঝড়!

        হিজাব নিয়ে বিতর্কে ভিকারুননিসার শিক্ষিকা বরখাস্ত, তদন্তের প্রতিশ্রুতি

        প্রেমের গল্পে নতুন অধ্যায়: টেলর সুইফট-কেলসের বাগদানে উচ্ছ্বাস!

        ডাচ ক্রিকেট দলে নতুন মুখ: সিলেটে বাংলাদেশ সিরিজের জন্য তিন পরিবর্তন

        শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ থেকে আনুষ্ঠানিক বিচার শুরু

        অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে 'দুর্বল নেতৃত্বের ফল' বলে আখ্যায়িত করল ইরান

        দক্ষিণ লস এঞ্জেলেসে গুলিবর্ষণে আহত ৫ জন

        ট্রাম্পের ঘোষণা: ওয়াশিংটন ডিসির খুনের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে

        ক্যালিফোর্নিয়ার অ্যাকটনে গাড়ির ভেতরে দুইজনের মরদেহ উদ্ধার

        মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জয়: ৩৭% শ্রমিক বাংলাদেশি

        স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কেজিএফ’ অভিনেতা দিনেশ মাঙ্গালোর

        সাকিবের মনের শান্তি: পরিবারের সঙ্গে কাটানো সময়

ক্যালিফোর্নিয়ায় লকডাউন শিথিলের ২য় পর্যায় শুরু

ক্যালিফোর্নিয়ায় লকডাউন শিথিলের ২য় পর্যায় শুরু

ক্যালিফোর্নিয়ায় প্রায় ২ মাস ধরে বাড়িতেই নিরাপত্তা (Safe at Home) আদেশের অধীনে চলতে থাকা লক ডাউনের শিথিলতার জন্য গভর্নর গেভিন নিউসম তার পরিকল্পনার ২য় পর্যায় শুরুর ঘোষনা দিয়েছেন। এ পর্যায়ে ক্যালিফোর্নিয়ার কাউন্টিগুলোতে অবস্থিত রেস্তোরাঁ, স্ট্রিপ মল ও আউটলেটগুলো খুলে দেয়ার কথা বলা হয়েছে। এর জন্য কাউন্টি কর্তৃপক্ষকে জনগনের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার ব্যপারে সরকারকে আশ্বস্ত করতে হবে।
গভর্নর গেভিন নিউসমের মতে, “গ্রাহকরা নিরাপদ বোধ না করলে ব্যবসা পুনরায় চালু করার কোন স্বার্থকতা নেই।“ তিনি বলেন, “আমরা আমাদের অবস্থার পরিবর্তনের যে কর্মসূচি শুরু করেছি – যার ফলে ইতিমধ্যে আমাদের অর্থনীতির প্রায় ৭০ শতাংশের বেশি পুনরায় চালু হয়েছে -এর মাধ্যমে আমরা আমাদের অর্থনীতির পাশাপাশি আমাদের পরিবার এবং প্রবীনদের সুরক্ষার ব্যপারটিও নিশ্চিত করতে চাই।"
সরকারের নেয়া এ সিদ্ধান্ত অনুযায়ী, রেস্তোরাঁগুলো সরকারের দেয়া নিয়ম অনুযায়ী গ্রাহকদের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার মধ্য দিয়ে তাদের dine-in service আবার চালু করতে পারবে। কিন্তু ব্যবসা পুনরায় চালু করার আগে কাউন্টিগুলোকে অবশ্যই এর ঝুঁকি মুল্যায়ন করে সম্ভাব্য সুরক্ষা পরিকল্পনা জোরদার করতে হবে। এসকল পরিকল্পনার মধ্যে কর্মচারীদের জীবানুনাশক প্রটোকল এবং শারীরিক দূরত্ব বজার রেখে কাজ করার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া এবং কর্মচারীদের স্ক্রিনিং টেষ্ট করার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ায় প্রায় ৯০ হাজারেরও বেশি রেস্তোঁরা রয়েছে যা প্রায় ১৪ লাখ মানুষের কর্মসংস্থান। California Restaurant Association এর প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী জট কন্ডি এর মতে, "রেস্তোঁরাগুলি উৎসাহের সাথে অতিথিদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছে।”
সরকারের নতুন নির্দেশনা মোতাবেক রেস্তোরাঁগুলো ছাড়াও স্ট্রিপ মল ও আউটলেটগুলো শুধুমাত্র পিক আপ এর কাজ করতে পারবে এবং কার ওয়াশ সার্ভিস ও পেট গ্রূমারগন নির্দিষ্ট কাউন্টির অভ্যন্তরে অবস্থানরত কাস্টমারদের জন্য সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে তাদের ব্যবসা পুনরায় চালু করতে পারবে।
এছাড়াও, যেসব অফিস তাদের কর্মচারীদের জন্য নেয়া সুরক্ষা উদ্দোগ্যের মাধ্যমে কাউন্টি কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে পারবে, তারা চাইলে তাদের অফিসও পুনরায় চালু করতে পারে এবং সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে নাগরিকগন চাইলে তাদের কর্মস্থলেও ফেরত যেতে পারেন।
গভর্নর নিউসম বেশকিছু গ্রামীন কাউন্টির প্রশংসা করে বলেন, “এমাডোর, বাট, এল ডোরাডো, লাসেন, নেভাডা, প্ল্যাকার এবং শাস্তা কাউন্টিগুলো কিছু অনন্য বৈশিষ্ট্যের দ্বারা সরকারের সমস্ত শর্ত পূরন করতে সক্ষম হয়েছে।“ তিনি আরো ২৩ টি কাউন্টির সাথে পুনঃউন্মুক্ততার বিষয় নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে কিছু কাউন্টি মঙ্গলবারের পরে ব্যবসায়ে চালু করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। যদিও লস অ্যাঞ্জেলেস এবং সান ফ্রান্সিসকো কাউন্টিগুলিতে ব্যবসা পুনরায় চালু করার ক্ষেত্রে সরকার এখনও শক্ত অবস্থানে আছে।
নতুন এই গাইডলাইনের প্রেক্ষাপটে ক্যালিফোর্নিয়ায় ৭০ হাজার করোনা ভাইরাস আক্রান্ত ও প্রায় ২,৮০০ মৃত্যুর সংখ্যা দ্বারা উদ্বিগ্ন স্বাস্থ্য কর্মকর্তাদের অব্যাহত উদ্বেগের প্রকাশ ঘটেছে। মঙ্গলবার দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাঃ অ্যান্টনি ফৌসি কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, খুব শীঘ্রই পুনরায় খোলার ফলে "এমন একটি প্রকোপ দেখা দিতে পারে যা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।"
এ ব্যপারে গভর্নর নিউজম জানান, পুনরায় খোলার পরবর্তী ধাপগুলির জন্য প্রস্তুতি নিতে ক্যালিফোর্নিয়ায় টেস্টিং সম্প্রসারণ অব্যাহত রয়েছে। যার আওতায় প্রায় ১০ লক্ষেরও বেশি ডায়াগনস্টিক পলিমারেজ চেইন রিঅ্যাকশন টেস্ট সরবরাহ করা হয়েছে এবং গত তিনদিন যাবত আমরা গড়ে প্রায় ৪০,০০০ জন লোককে পরীক্ষা করতে পারছি। তিনি আরও জানান, যে প্রতিদিন ৬১ হাজার এর বেশি টেষ্ট করার লক্ষ্য অর্জনে আমরা কাজ করে যাচ্ছি।

গভর্নর নিউজম জানান, সরকার গ্রামীণ ও অন্যান্য নিম্নস্তরের অঞ্চলে কয়েক ডজন পরীক্ষামূলক সাইট যুক্ত করার পাশাপাশি সেই সব অঞ্চলে রোমিং পরীক্ষার পরিকল্পনা করছে এবং ফার্মাসিগুলোকে পরীক্ষার জন্য অনুমতি দিয়েছে।

এলএবাংলাটাইমস/এসএস/আই

শেয়ার করুন

পাঠকের মতামত