শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
শান্তিতে বাংলাদেশ এগিয়ে ভারত ও পাকিস্তানের চেয়ে
দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে শান্তিতে এগিয়ে আছে বাংলাদেশ। গত বছর বিশ্ব শান্তির এই সূচকে বাংলাদেশ ১০১তম অবস্থান অর্জন করলেও এবার এগিয়ে হয়েছে ৯৭তম। অপরদিকে ভারত ১৩৯ ও পাকিস্তান ১৫২ তম হয়েছে।
বিশ্ব শান্তি সূচক-২০২০ তৈরি করেছে সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) । শান্তি সূচক তৈরি করতে ১৬৩ দেশ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। বিবেচনায় নেওয়া হয়েছে নাগরিকদের শান্তিপূর্ণ জীবন-যাপনের নিরাপত্তা ও সুরক্ষা, অর্থনৈতিক মূল্য, ট্রেন্ড এবং শান্তিপূর্ণ সমাজ গঠন প্রভৃতি।
বাংলাদেশের অন্যতম উন্নতি হয়েছে সামাজিক সুরক্ষা এবং নিরাপত্তায়। এমনটাই দাবি করছে জিপিআই প্রতিবেদন। কিন্তু পোশাক শ্রমিকদের বিক্ষোভ ঘটেছে বেশ কয়েকবার। অপেক্ষাকৃত কমেছে অভ্যন্তরীণ সংঘাত, খুন ও সন্ত্রাসবাদের প্রভাব।
শান্তিপূর্ণ দেশের শীর্ষে রয়েছে আইসল্যান্ড। এরপরই রয়েছে, নিউজিল্যান্ড (দ্বিতীয়), পর্তুগাল (তৃতীয়), অস্ট্রিয়া (চতুর্থ) ও ডেনমার্ক (পঞ্চম)।
এদিকে সবেচেয়ে খারাপ করেছে আফগানিস্তান। এরপরই আছে সিরিয়া ১৬২তম, ইরাক ১৬১তম, দক্ষিণ সুদান ১৬০তম এবং ইয়েমেন ১৫৯তম অবস্থানে।
এলএ/বাংলা টাইমস/এন/এইচ
শেয়ার করুন