শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
নিউজিল্যান্ডে আবারও করোনা আক্রান্ত শনাক্ত ২ জন
ছবি: এলএ বাংলা টাইমস
কয়েক দিন আগেই নিউজিল্যান্ড নিজেদের করোনামুক্ত দেশ বলে দাবি করে। প্রত্যাহার করা শুরু হয় দেশের অভ্যন্তরের সকল করোনা সতর্কতা। তবে ২৪ দিন পর আবারও নিউজিল্যান্ডে দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
জানা যায় সম্প্রতি তারা যুক্তরাজ্য থেকে নিউজিল্যান্ডে আসেন। মঙ্গলবার তাদের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ওই দুই নারী গত ৭ জুন দোহা ও ব্রিসবেন হয়ে নিউজিল্যান্ডে প্রবেশ করেন। তাদের বয়স ৩০ ও ৪০ এর কোটায়।
নিউজিল্যান্ডে আসার পরই তাদেরকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল। তারা আইসোলেশনে ছিলেন অকল্যান্ডের একটি হোটেলে। পরিবারের স্বজন মারা যাওয়ায় তাদের ওয়েলিংটনে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।
দেশটির স্বাস্থ্য দফতরের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড জানান, ওই দুই নারী ব্যক্তিগত গাড়িতে করে ওয়েলিংটন গিয়েছিলেন। সেখানে তিনি যার সাথে ছিলেন তিনি স্বেচ্ছা আইসোলেশনে আছেন।
সোমবার দুজনের করোনা পরীক্ষা হয়। পরদিন জানা যায়, তারা করোনা পজিটিভ। তবে বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এদিকে গত ৮ জুন থেকে নিউজিল্যান্ডে প্রবেশকারী সবার কোভিড-১৯ পরীক্ষা চালানো হচ্ছে। তাদের রাখা হচ্ছে কোয়ারেন্টিন ও আইসোলেশনে। দেশের অভ্যন্তরে বিধিনিষেধ শিথিল প্রত্যাহার করলেও নিউজিল্যান্ডের সীমান্তে কড়াকড়ি বজায় আছে।
এলএ/বাংলা টাইমস/এন/এইচ
শেয়ার করুন