হাই অ্যালার্ট জারি হয়েছে দিল্লিতে, জঙ্গি হামলার শঙ্কা
ছবি: এলএ বাংলা টাইমস
বেশ কয়েকজন জঙ্গি ভারতের রাজধানী দিল্লিতে গা ঢাকা দিয়ে আছে। তারা যেকোনো সময়ে হামলা চালাতে পারে। এমন খবর উঠে এসেছে ভারতের কিছু গণমাধ্যমে। গোয়েন্দারা বলছেন, যেকোনো মুহূর্তে দিল্লিতে নাশকতা করা হতে পারে। তাই এই করোনার সময়েও হাই অ্যালার্ট জারি।
ভারতের সূত্রগুলো জানাচ্ছে, ট্রাকে করে চার-পাঁচ জনের একটি দল জঙ্গিতে আসছে বলে তথ্য পেয়েছেন গোয়েন্দারা। আগে থেকেই উৎ পেতে আছে জম্মু ও কাশ্মির থেকে আসা কয়েকজন জঙ্গি। আরো কিছু জঙ্গি দিল্লিতে ঢুকার পরিকল্পনা করছে। শহরে ম্যাসাকার চালানোই তাদের উদ্দেশ্য।
এখবর প্রকাশের পর পরই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে দিল্লিতে। বাস, গাড়ি ও ট্যাক্সিতে তল্লাশি চালানো হচ্ছে। হোটেল ও গেস্ট হাউজেও রয়েছে কড়া পুলিশি নজরদারি। জনবহুল এলাকাগুলোতে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়ছে। পুলিশ টহল দিচ্ছে বাস স্ট্যান্ড, রেল স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায়।
এর আগে গত অক্টোবরেও সম্ভাব্য সন্ত্রাসী হামলার ভয়ে দিলিজুড়ে সতর্কতা জারি ও পুলিশি অভিযান চালানো হয়।
দিল্লি পুলিশসূত্র বলছে, হামলার ব্যাপারে ক্রাইম ব্রাঞ্চ ও স্পেশাল সেলকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। চূড়ান্ত সতর্কতা রাজ্যের ১৫ জেলাতেই পাঠানো হয়েছে ।
ভারত ও চীনের মধ্যে সীমান্তে সংঘর্ষের কিছুদিন পরেই এমন সতর্কতা এল। লাদাখে গলওয়ান উপত্যকায় ১৫ জুন হওয়া সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। হতাহত হয়েছে চীনের সেনারাও।
/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ
শেয়ার করুন