সেনাবাহিনীর হাতে আটক মালির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট
ছবি: এলএবাংলাটাইমস
আফ্রিকার দেশ মালির প্রধানমন্ত্রী বোবোউ চিসে ও প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতাকে আটক করেছে দেশটির সেনা বাহিনীর একাংশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দেশটির কাতি সামরিক ঘাঁটিতে দিনব্যাপী গোলাগুলির পর তাদের আটক করা হয়।
গণমাধ্যম সূত্র জানিয়েছে, কাতি ঘাঁটির আশপাশে সাজোয়া ট্যাংক নিয়ে সেনাদের টহল দিতে দেখা যায়। একটু পরই বিদ্রোহীদের পক্ষ থেকে ঘোষণা করা হয়, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এখন আমাদের হাতে বন্দি রয়েছেন। আমরা তাদের বাসভবনের নিয়ন্ত্রণ নিয়েছি।
এ বিষয়ে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছে, গোলাগুলির খবর ছাড়া অন্য কোনো তথ্য এখনো জানা যায়নি।
উল্লেখ্য, দেশটির সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত দুর্নীতি এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগে আন্দোলন করে আসছিলা সাধারণ মানুষ।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন