ঘণ্টার পর ঘণ্টা বিভ্রাটের পর ভেরিজনের নেটওয়ার্ক সেবা স্বাভাবিক
লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪৫ অভিবাসীর মৃত্যু
অভিবাসীদের নিয়ে ইউরোপের উদ্দেশে যাত্রা করা একটি নৌকা ডুবে গেছে লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে। এতে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।
সোমবার নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে বলে জাতিসংঘের বরাত দিয়ে বুধবার জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, ডুবে যাওয়া নৌকাটিতে অন্তত ৮২ জন অভিবাসী ছিলেন।
আন্তর্জাতিক অভিবাসী সংস্থা ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা যৌথ বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় জেলেরা ৩৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন। তাদের লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নিয়েছে।
জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে সেনেগাল, মালি, চাঁদ ও ঘানার বাসিন্দা রয়েছন।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
News Desk
শেয়ার করুন