যত বেশি সম্ভব মুসলিম হত্যা করতে চেয়েছিলেন ট্যারেন্ট
ছবিঃ এলএ বাংলা টাইমস
নিউজিল্যান্ডের দুই মসজিদে বন্দুক হামলাকারী ব্রেন্ডন ট্যারেন্টের (২৯) রায়ের শুনানি শুরু হয়েছে সোমবার। চারদিন ধরে চলবে এই শুনানি। শুনানিতে উঠে আসছে কতটা নির্দয় পরিকল্পনা এঁটেছিল ঘাতক ট্যারেন্ট। আরও একটি মসজিদে হামলার পরিকল্পনা ছিল তার। ইচ্ছা ছিল যত বেশি সম্ভব মুসলিম হত্যা।
২০১৯ সালের ১৫ মার্চ সেই নারকীয় হামলায় মারা যান ৫১ জন। এই অস্ট্রেলীয়র বিরুদ্ধে ৫১ জনকে হত্যা মামলা, ৪০ জনের হত্যাচেষ্টা ও সন্ত্রাসী হামলার অভিযোগ আনা হয়েছে। প্যারোলে মুক্তির সুযোগ ছাড়াই তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে।
ব্রেন্ডন ট্যারেন্ট তার হামলা সরাসরি সম্প্রচার করেন। সে প্রথম গাড়ি চালিয়ে আল নুর মসজিদে যায়। শুক্রবার নামজরত মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালায়। সেখান থেকে ট্যারেন্টের গন্তব্য ছিল ৫ কিলোমিটার দূরের লিনউড মসজিদ। সেখানেও সে অনেককে হত্যা করে।
এই হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। নিউজিল্যান্ড তার অস্ত্র আইনে পরিবর্তন আনতে বাধ্য হন।
সোমাবার সকালে ক্রাইস্ট-চার্চের কোর্ট রুম করোনার কারণে ছিল প্রায় খালি। যদিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি দেখার ব্যবস্থা করা হয়েছে। ব্রেন্ড ট্যারেন্ট অপরাধীর পোশাকে হাজির হয়। তাকে বেশ নিশ্চুপ দেখাচ্ছিল। তে সে প্রায়েই এদিক-ওদিক তাকাচ্ছিল।
মামলার প্রধান কৌঁসুলি বার্নাবে হাউয়স আদালতকে জানান, ট্যারেন্ট এক বছর আগে থেকে এই হামলার পরিকল্পনা আঁটতে থাকে। তার ইচ্ছে ছিল যতবেশি সম্ভব হত্যাযজ্ঞ ঘটানো।
এলএবাংলাটাইমস/এনএইচ
শেয়ার করুন