জাপানে উড়ন্ত গাড়ির সফল পরীক্ষা!
এলএ বাংলা টাইমস
উড়ন্ত গাড়ির স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। কয়েক বছর ধরেই উড়ন্ত গাড়ি নিয়ে পরীক্ষা চালিয়ে আসছে প্রযুক্তিতে বিশ্বে অন্যতম নেতৃত্বস্থানীয় দেশ জাপান। শুক্রবার উড়ন্ত গাড়ি প্রস্তুতকারক সংস্থা স্কাইড্রাইভ ইনকর্পোরেশনের পরীক্ষায় সফল ভাবে উড়লো তাদের গাড়ি।
জাপানের টয়োটা টেস্ট ফিল্ডে এই পরীক্ষা সম্পন্ন হয়। আর সেই গাড়ি আকাশে ওড়ার সময়ে ভিতরে এক ব্যক্তিও ছিলেন।
স্কাইড্রাইভের প্রধান তোমোহিরো ফুকুজাওয়া জানান, ২০২৩ সালের মধ্যেই এই উড়ন্ত গাড়ির বাস্তবায়ন ও বিক্রি শুরু করে দেয়া সম্ভব হবে।
স্কাইড্রাইভই জাপানের সর্বপ্রথম সংস্থা হিসেবে একজন মানুষ-সহ উড়ন্ত গাড়ির টেস্ট ফ্লাইট সাফল্যের সাথে পরিচালনা করলো। ২০১২ সালে জাপানের গাড়ি প্রস্তুত সংস্থা টয়োটা, ইলেকট্রনিক্স সংস্থা প্যানাসনিক ও ভিডিয়ো গেম ডেভেলপার কোম্পানি বানডাই নামকোর ফান্ডিংয়ের সাহায্যে স্কাইড্রাইভ ভলান্টিয়ার প্রকল্প শুরু করে।
তিন বছর আগেও এই সংস্থা পরীক্ষামূলক প্রচেষ্টায় সাফল্য লাভ করেনি। তবে এরপর থেকেই এই প্রকল্পটি নিয়ে আরো জোরেশোরে কাজ শুরু করে দেয় স্কাইড্রাইভ। সম্প্রতি এই সংস্থা ডেভেলপমেন্ট ব্যাংক অব জাপান থেকে তাদের প্রকল্পের জন্য ৩.৯ বিলিয়ন ইয়েন (বাংলাদেশি টাকায় ৩১৩ কোটিরও বেশি) অর্থায়ন পেয়েছে।
শুক্রবার স্কাইড্রাইভের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেই ভিডিওতে দেখা যায়, আটটি প্রপেলারসহ এসডি-জিরোথ্রি নামক এই ‘ফ্লাইং কার’ একজন পাইলটকে নিয়ে টয়োটার টেস্ট ফিল্ডে মিনিট চারেক মাটি থেকে ১-২ ফুট উপরে উড়ছে।
স্কাইড্রাইভের পক্ষে থেকে জানানো হয়, ২০২৩ সালের মধ্যে এই উড়ন্ত গাড়িকে বাস্তবের পণ্য হিসেবে তৈরি করা যায় সেজন্য আরও পরীক্ষা, প্রযুক্তির উন্নয়ন এবং সুরক্ষা বিধিগুলি নিশ্চিত করা হবে।
এলএ বাংলা টাইমস/এমকে
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন