ঘুড়ির সাথে আকাশে উড়লো শিশু!
ছবি: এলএবাংলাটাইমস
তাইওয়ানে ঘুড়ির লেজের সাথে ঝুলে আকাশে উড়লো তিন বছরের এক শিশু৷ রবিবার (৩০ আগস্ট) তাইওয়ানের শিনচু অঞ্চলে এক ঘুড়ি উৎসবে এই ঘটনাটি ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, একটি মেয়ে শিশু বিশালাকার কমলা রং এক ঘুড়ির লেজের সাথে ঝুলে আকাশে উড়ছে। প্রায় ত্রিশ সেকেন্ড যাবত আকাশে উড়ার পর অবশেষে উৎসবের কর্মীরা ঘুড়িটিকে মাটিতে নামিয়ে শিশুটিকে উদ্ধার করে।
ঘুড়ি উৎসব কর্তৃপক্ষ জানায়, ঘুড়িটি আকাশে উড়ার সময় অনেক বাতাস ছিলো। ঘন্টায় প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বইছিলো ওই অঞ্চলটিতে। বিশালাকার ঘুড়িটির লেজও ছিলো বেশ বড়। ঘুড়িটি আকাশের উড়ানোর পরই শিশুটিকে ঘুড়ির লেজে ঝুলে থাকতে দেখা গেছে।
উদ্ধারের পরপরই শিশুটিকে তার মা ও কর্মীরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চেকআপের পর শিশুটির মাথা ও ঘাড়ে অল্প আঘাতের চিহ্ন পাওয়া যায়।
এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতিতে দুঃখপ্রকাশ করেন শিনচুর মেয়র লিন চিহ-চিয়ান৷ তিনি বলেন, ভবিষ্যতে এমন কোনো ঘটনার যেনো পুনরাবৃত্তি না হয়, সেদিকে নজর রাখা হবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন