টুইটারে 'বিতর্কিত' পোস্ট করায় জরিমানা ধার্য এক রুপি!
ছবি: এলএবাংলাটাইমস
টুইটারে 'বিতর্কিত' পোস্ট করায় ভারতীয় আইনজীবীকে এক রুপি জরিমানা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। তার বিরুদ্ধে বিচার বিভাগের প্রতি বিতর্কিত, উদ্দেশ্যপ্রণোদিত ও অযৌক্তিক বিষাদার করা ও গণতন্ত্রের ভিত্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে।
ভারতীয় আইনজীবী ও হিউম্যান রাইটস এক্টিভিস্ট প্রশান্ত ভূষণকে (৬৩) জুন মাসে টুইটারে দুইটি পোস্ট করার দায়ে এই 'আইকনিক' জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি প্রশান্ত ভূষণকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলে কোর্ট। আর ১৫ সেপ্টেম্বরের আগে জরিমানা দিতে ব্যর্থ হলে তিন মাসের কারাদণ্ড প্রদানের রায় দেওয়া হয়।
তবে প্রশান্ত ভূষণ জরিমানার এক রুপি শোধ করার ব্যাপারে সম্মত হলেও ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান। এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে বলে জানান তিনি।
গত জুনে টুইটারে ভারতের চিফ জাস্টিফ শারদ অরবিন্দ বোবে 'দামী' একটি মোটরসাইকেলে বসে আছেন, এমন একটি ছবি পোস্ট করেন। ভারতের সর্বোচ্চ আদালত বলছে, এই পোস্টের মাধ্যমে অর্জন শারদ বোবের মর্যাদা ক্ষুণ্ন করতে চেয়েছেন।
তবে এই রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিচারপতি, আইনজীবী ও সুশীল সমাজ। তারা বলছেন, এই রায়ের মাধ্যমে দেশটির সর্বোচ্চ আদালতের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার অধিকার ক্ষুণ্ন করা হয়েছে৷
প্রশান্ত ভূষণ ভারতের একজন বিশিষ্ট আইনজীবী ও হিউম্যাব রাইটস এক্টিভিস্ট। তিনি তিন যুগ ধরে সুপ্রিম কোর্টে প্র্যাকটিসের পাশাপাশি মানুষের অধিকারে কাজ করছেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন