জার্মানিতে ৫ শিশুর লাশ উদ্ধার, মায়ের আত্মহত্যার চেষ্টা
ছবি: এলএবাংলাটাইমস
পশ্চিম জার্মানির সলিনগেন শহরে ব্যক্তিগত মালিকানাধীন একটি অ্যাপার্টমেন্ট থেকে পাঁচ শিশুর মৃতদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ সময় আরো এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সনিলগেন শহরের হাসেল্ড এলাকার আবাসিক ভবন থেকে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে।
একই দিনে ২৭ বছর বয়সী এক নারীকে ডুসেলসর্ফের ট্রেন স্টেশনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, এই নারী মৃত শিশুদের মা। বর্তমানে এই নারী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।
জার্মানির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মৃত শিশুগুলোর বয়স এক থেকে আট বছরের মধ্যে। আর বেঁচে যাওয়া শিশুটির বয়স ১১ বছর।
শিশুদের মৃত্যু সম্পর্কে এর বেশি তথ্য প্রকাশ থেকে বিরত রয়েছে পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, শিশুদের মৃত্যুর কারণ এখনো জানা সম্ভব হয়নি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন