সফলভাবে আকাশে উড়লো 'ভবিষ্যতের' বিমান
ছবি: এলএবাংলাটাইমস
প্রথমবারের মতো সফলভাবে আকাশে উড়লো 'ভি' আকৃতির জ্বালানিবান্ধব বিমান 'ফ্লাইং ভি'। গবেষকদের দাবি, প্রযুক্তিগত অত্যাধুনিক 'ভি আকৃতির' এই বিমানগুলোই হবে ভবিষ্যত প্রজন্মের এয়ারক্রাফট।
এই ইউনিক ভি ডিজাইনের এয়ারক্রাফটের বিশেষত্ব হচ্ছে, বিমানগুলোর ডানাগুলোতে যাত্রী ক্যাবিনেট, কার্গো হোল্ড ও ফুয়েল ট্যাংক রাখা হয়েছে। ফলে বর্তমানের বিমানগুলো থেকে ২০ শতাংশ কম জ্বালানিতেই চলবে ভি আকৃতির বিমানগুলো।
নেদারল্যান্ডের ডেলফট ইউনিভার্সিটি এন্ড টেকনোলজির একদল গবেষক এই বিমানের ডিজাইন করেছেন। সম্প্রতি ২২ কেজি ও তিন মিটার স্কেল আয়তনের একটি মডেল সফলভাবে আকাশে উড়াতে সক্ষম হোন গবেষকরা।
গবেষণার সাথে যুক্ত ডেলফট ইউনিভার্সিটির একজন গবেষক জানান, প্রাথমিকভাবে এই মডেলটি টেক অফের সময় কিছুটা ত্রুটিপূর্ণভাবে কাজ করেছিলো। এবার ৮০ কিলোমিটার বেগে বিমানটি সফলভাবে উড়তে সক্ষম হয়েছে। ভবিষ্যতে এটিকে আরো আধুনিকভাবে তৈরি করা হবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন