শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
ভ্যাকসিন জনসাধারণের জন্য উন্মুক্ত করলো রাশিয়া
রাশিয়ায় করোনাভাইরাসের প্রথম ব্যাচের সব ভ্যাকসিন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে
করোনাভাইরাসের প্রথম ভ্যাকসিন স্পুৎনিক-৫ এর প্রথম ব্যাচের ডোজ জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে রাশিয়া। শিগগিরই এই টিকা আঞ্চলিক পর্যায়ে সরবরাহ করা হবে বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার রুশ বার্তা সংস্থা তাস-কে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে বিজনেস ইনসাইডার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়ে, করোনার সংক্রমণ রোধে প্রথম ব্যাচের গাম-কোভিড-ভ্যাক (স্পুটনিক-৫) ভ্যাকসিনের প্রয়োজনীয় সব গুণগত পরীক্ষা শেষে তা অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রথম ব্যাচের সব ভ্যাকসিন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
বার্তায় আরও বলা হয়, অদূর ভবিষ্যতেই এই ভ্যাকসিন সরবরাহ শুরু করা হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে, গত ১১ আগস্ট রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্বে প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের ভ্যাকসিন স্পুৎনিক-৫ এর অনুমোদন দেয়।
দেশটির গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অব ইপিডেমিওলোজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) স্পুৎনিক-৫ ভ্যাকসিনটি তৈরি করেছে।
এই মাসের শুরুতে বিখ্যাত ল্যানসেন্ট জার্নালের এক রিভিউতে বলা হয়, রাশিয়ার করোনার ভ্যাকসিনের গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানান, প্রাথমিক পর্যায়ে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী থেকে নাগরিকদের এই ভ্যালসিন দেওয়া হবে। এর মধ্যে শিক্ষক ও চিকিৎসকরা ভ্যাকসিন পাবেন।
এলএ বাংলা টাইমস/এমকে
শেয়ার করুন