পাকিস্তানে গাঁজা উৎপাদন বৈধ ঘোষণা
বাণিজ্যিকভাবে গাঁজা উৎপাদনে বৈধতা দিল পাকিস্তান
পাকিস্তান সরকার দেশটির ইতিহাসে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে গাঁজা উৎপাদন করার অনুমতি দিয়েছে ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা মঙ্গলবার প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে প্রথমবারের মতো শিল্পক্ষেত্রে উৎপাদনের জন্য গাঁজার লাইসেন্স প্রদানের বিষয়টি অনুমোদন দিয়েছে।
এখন থেকে দেশটির জনগণ অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ার উদ্দেশ্যে গাঁজা চাষ করতে পারবেন।
চিকিৎসা এবং শিল্পক্ষেত্রে গাঁজা ও গাঁজাসংশ্লিষ্ট পণ্যের উৎপাদন করে দেশ কীভাবে লাভবান হতে পারে মন্ত্রিসভার বৈঠকে তা তুলে ধরেন পাকিস্তানের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ বলেন, “আমরা চাই, গাঁজার এই বাজার আগামী তিন বছরে আমাদের এক বিলিয়ন মার্কিন ডলার দেবে।”
কানাডা, ব্রাজিল, জার্মানি, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বেশ কিছু দেশ চিকিৎসা খাতে ব্যবহারের জন্য গাঁজা উৎপাদনের বৈধতা দিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো পাকিস্তানও।
এলএ বাংলা টাইমস/এমকে
শেয়ার করুন