ছয় মাস পর করোনায় প্রথম মৃত্যুহীন দিন দেখলো কানাডা
৬ মাস পর প্রথম মৃত্যুহীন দিন কানাডায়
করোনাভাইরাস মহামারী শুরু হবার প্রায় ছয় মাস পর একটি মৃত্যুহীন দিন কাটলো কানাডায়। কানাডায় গত শুক্রবার একজনও মারা যায়নি কভিড-১৯ এ।
১৫ মার্চের পর এই প্রথম করোনায় একটি মৃত্যুহীন দিন দেখল দেশটি। কানাডায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৯ হাজার ১৬৩ এবং আক্রান্ত হয়েছে এক লাখ ৩৫ হাজার ৬২৬ জন।
শুক্রবার পর্যন্ত কানাডায় ৬ মিলিয়নেরও বেশি রোগীকে করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ২.১ শতাংশের করোনা ধরা পড়েছে। শুক্রবার ৭০২ জন নতুন শনাক্ত হয়েছে তবে এ দিন একজনও মারা যায় নি।
কানাডার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. থেরেসা ট্যাম জানান, “কানাডিয়ানরা করোনাভাইরাসের বিস্তার রোধে যেভাবে ঐক্যবদ্ধ ছিল এই মৃত্যুহীন দিনে তা আমার মনে পড়ছে।”
“আমরা শারীরিক ভাবে দূরত্ব পজায় রেখে চলেছি যেন মৃত্যু হার না বাড়ে, কিন্তু দূরত্বে থেকেও পরষ্পরের সঙ্গে সংযুক্ত ও ঐক্যবদ্ধ থাকার নতুন উপায় আমরা বের করেছি” যোগ করেন ট্যাম।
এলএ বাংলা টাইমস/এমকে
শেয়ার করুন