ইরানের বিজ্ঞানী হত্যাকাণ্ডে দায়ী ইসরায়েল: মার্কিন কর্মকর্তা
ছবি: এলএবাংলাটাইমস
ইরানে অন্যতম শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিজাদেহ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েল দায়ী বলে গণমাধ্যমে বোমা ফাঁটিয়েছেন এক মার্কিন কর্মকর্তা৷
মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য গণমাধ্যমে ফাঁস করেন। তবে পরমাণু বিজ্ঞানীর উপর হামলার আগে বিষয়টি যুক্তরাষ্ট্র জানতো কী না, এই প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান তিনি।
তবে ওই কর্মকর্তা পূর্বে জানান বহিঃবিশ্বে ঘটানো ইসরায়েলের যে কোনো হামলার খবর যুক্তরাষ্ট্রের আমলে দেওয়া হয়। ফলে ধারণা করা হচ্ছে, এই হত্যাকাণ্ডের পিছনে যুক্তরাষ্ট্রের মদদ রয়েছে।
এছাড়া স্টেট সেক্রেটারি মাইক পম্পেও এই হামলার দুই সপ্তাহ আগে ইসরায়েল সফরে গিয়েছিলেন। এ সময় তিনি মধ্যপ্রাচ্যের বেশকিছু দেশেও সফর করেন। সেসব সফরে মূলত ইরান নিয়েই আলোচনা করেছেন মাইক পম্পেও। তাই ইরানের পরমাণু বিজ্ঞানী হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
ইরান শুরু থেকেই এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই অপারেশন পরিচালনা করেছে বলে ধারণা করছে ইরান।
তবে এখন পর্যন্ত এই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেনি ইরান৷ মূলত বাইডেনের শাসনামলে ইরানের সাথে সুসম্পর্ক সৃষ্টির সুযোগ রয়েছে। বাইডেনও ইরানের সাথে পরমাণু চুক্তিতে ফিরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন