দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট
টেক্সাসে এক চিকিৎসককে গুলি করে ভারতীয় এক চিকিৎসকের আত্মহত্যা
যুক্তরাষ্টের টেক্সাসে ক্যাথরিন ডোডসন (৪০) নামে এক মার্কিন নারী চিকিৎসককে গুলে করে হত্যা করেছেন ভরত নারুমানচি (৪৩) নামে ভারতীয় বংশোদ্ভূত এক শিশু বিশেষজ্ঞ।
এর পর নিজেও আত্মহত্যা করেছেন তিনি। গুলি চালানোর আগে তিনি হাসপাতালে কয়েক জনকে বন্দি করে রাখেন।
টেক্সাসের অস্টিনে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। অভিযুক্ত চিকিৎসক ক্যানসার আক্রান্ত ছিলেন।
ভরত নারুমানচির কিছু দিন আগে ক্যানসার ধরা পড়ে বলে জানিয়েছে পুলিশ। তার পর এই ঘটনা।
পুলিশ জানায়, মঙ্গলবার তারা একটি ফোন পায়। জানতে পারে, শিশুদের চিকিৎসাকেন্দ্রে এক ব্যক্তি বন্দুক হাতে ঢুকে পড়েছেন। সেখানে কয়েক জনকে বন্দি করে রেখেছন এক চিকিৎসক। তার পরই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
প্রথমে বেশ কয়েক জনকে বন্দি করে রাখেন ভরত। কিন্তু তার মধ্য থেকে কয়েক জন পালিয়ে আসতে সক্ষম হন। বাকিদের ওই চিকিৎসক ছেড়ে দেন।
কিন্তু ভরত আটকে রাখেন নারী চিকিৎসক ক্যাথরিন ডোডসনকে। পরে তাকে গুলি করে হত্যা করে নিজেও আত্মহত্যা হত্যা করেন।
পুলিশ জানিয়েছে ক্যাথরিন এবং ভরতের মধ্যে কী যোগসূত্রে রয়েছে তা খুঁজে দেখা হচ্ছে এবং কেন ক্যাথরিনকে গুলি করলেন তার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
শেয়ার করুন