শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
অন্যায় করলে আমাকে থাপ্পড় মারুন: মমতা
রতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার (২৭ মার্চ) সকাল থেকে রাজ্যের ৩০টি আসনে ভোটগ্রহণ চলছে। আগামী এক মাসেরও বেশি সময়ে মোট আট ধাপে ২৯৪ আসনে ভোটগ্রহণ হবে। আগামী ২ মে চূড়ান্ত ফলাফল জানা যাবে।
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে গতকাল শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় জনসভা করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপিকে নিয়ে যতটা না কথা বলেছেন তার চেয়েও বেশি নিজেকেই যেন কটাক্ষ করলেন।
খেলা হবে বিজেপি খালি হবে মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বলে তারা নাকি ধামাকা করবে। এতবড় সাহস ওদের। তাদের বিরুদ্ধে এ বারের খোলাটা মা-বোনদেরই খেলতে হবে।
বেশি কিছু (অন্যায়) করলে ঠাস ঠাস করে বিজেপির গালে থাপ্পড় মারবেন। যদি আমি অন্যায় করি তাহলে আমাকে দু’টো থাপ্পড় মারবেন, আর তাদের মারবেন চারটে। হাতা-খুন্তি নিয়ে তাদের মারতে হবে, যোগ করেন তিনি।
এর আগে গত ২১ মার্চ পূর্ব মেদিনীপুরে তিনটি সভায় অংশ নিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী। এর মধ্যে দক্ষিণ কাঁথিতে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী ও শিশির অধিকারীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মেদিনীপুরে কাজ করেছি আমি। কিন্তু তারা নাম কিনেছে। তাদের সহজ-সরল মনে অন্ধভাবে বিশ্বাস করে আমি নিজেই ‘গাধা’ বনে গেছি।
শিশির ও শুভেন্দু অধিকারীকে গাদ্দার-মীরজাফর আখ্যা দিয়ে মমতা বলেন, তারা আমার বিশ্বাসের সুযোগ নিয়ে ঘরে বসে সিঁদ কেটেছে। ২০১৪ সাল থেকেই নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে এবং ঘরের মানুষ সেজে শত্রু হয়ে থেকেছে।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
শেয়ার করুন