নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
গ্রিসে সংস্কার প্রস্তাবের পক্ষে পার্লামেন্ট
গ্রিসের অর্থনৈতিক সংকট কাটাতে সরকারের সর্বশেষ প্রস্তাব অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। গভীর রাত পর্যন্ত পার্লামেন্ট অধিবেশনে দীর্ঘ আলোচনার পর ২৫১ জন এমপি এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। ঋণ মুক্তির ব্যাপারে ইউরোজোনের সহায়তার জন্য এই প্রস্তাব নিয়ে এগিয়ে যেতে গ্রিস সরকারকে সমর্থন দিয়েছেন তারা। আর এর মধ্য দিয়ে শেষ পর্যন্ত সংস্কার প্রস্তাবের পক্ষেই মত দিলো পার্লামেন্ট।
এদিকে প্রধানমন্ত্রী এ্যালেক্সিস সিপ্রাস স্বীকার করেছেন, এই প্রস্তাবে এমন অনেক কিছুই রয়েছে, যা তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে ছিল না। গ্রিস সরকার ঋণ মুক্তির জন্য তাদের এই প্রস্তাব ইতোমধ্যেই ইউরোজোনের দাতাদের কাছে পাঠিয়েছে। রবিবার ইউরো জোনের নেতাদের সম্মেলনে এই প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এই সংস্কার প্রস্তাবে কর বৃদ্ধি, বেসরকারিকরণ এবং পেনশন বিষয়ে নতুন বিধিসহ আরো বেশ কিছু শর্ত রয়েছে। বিবিসি।
শেয়ার করুন